ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

‘মশাল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, ডিসেম্বর ১৪, ২০১৫
‘মশাল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জাসদের

ময়মনসিংহ : মশাল প্রতীকে ভোট দিয়ে জঙ্গিবাদকে পরাজিত করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।  

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী শরীফুল ইসলাম বিপ্লবের পক্ষে উপজেলার চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ আহবান জানান।



তিনি বলেন, মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মশাল প্রতীককে বিজয়ী করে জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখুন।

উপজেলা জাসদ সভাপতি কায়সার আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, পৌর জাসদের সভাপতি শওকত প্রমুখ।

এর আগে স্থানীয় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার পর পরই বিকেলে সেখান থেকে বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।