ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মিরসরাইয়ে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর হচ্ছেন রাজু

উপজেলা করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ডিসেম্বর ১৩, ২০১৫
মিরসরাইয়ে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর হচ্ছেন রাজু শাখের ইসলাম রাজু

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শাখের ইসলাম রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।

রোববার (১৩ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামশেদ আলম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।



উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বাংলানিউজকে জানান, ওই ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২ জন জমা দিয়েছেন। রোববার শেষ দিনে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রতিদ্বন্দ্বী না থাকায় নিয়ম অনুযায়ী রাজুকে বিজয়ী ঘোষণা করা হবে।

গত পৌরসভা নির্বাচনেও কাউন্সিলর পদে রাজু একই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।