ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

নির্বাচন

বেতাগীতে কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, ডিসেম্বর ১৩, ২০১৫
বেতাগীতে কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বরগুনা: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বেতাগী পৌরসভা নির্বাচনে পৌর কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী লিটন দাস তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপরে ১টার দিকে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।



বেতাগী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার বিষয়টি বাংলানিউজকে জানান।


লিটন দাস বলেন, একই ওয়ার্ড থেকে তার বড় ভাই যুবলীগের সাবেক নেতা নয়ন দাস মনোনয়নপত্র দাখিল করায় তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।