ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

টুঙ্গিপাড়ার মেয়র হতে যাচ্ছেন শেখ আহম্মদ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ডিসেম্বর ৯, ২০১৫
টুঙ্গিপাড়ার মেয়র হতে যাচ্ছেন শেখ আহম্মদ হোসেন শেখ আহম্মদ হোসেন মীর্জা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
 
এ পৌরসভায় মেয়র পদে তিনি ও স্বতন্ত্র প্রার্থী ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

যাচাই-বাছাইয়ে কাগজপত্রে গরমিল থাকায় ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করেন টুঙ্গিপাড়ার রির্টানিং অফিসার মো. আলিউজ্জামান।

একমাত্র প্রতিদ্বন্দ্বী ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র বহাল রাখতে আপিল না করায় শেখ আহম্মদ হোসেন মীর্জাই মেয়র হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।