ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সাভারে আ’লীগে গনি, বিএনপি বদির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, ডিসেম্বর ৩, ২০১৫
সাভারে আ’লীগে গনি, বিএনপি বদির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের পৌর সভাপতি আব্দুল গনি।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।



অপর দিকে, বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বদিউজ্জামান (বদির)। বিকেলে বদিউজ্জামানের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দেন চাচা মো. আমিনুল ইসলাম।

এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের আব্দুল গনি বলেন, আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হচ্ছে। আর এ নির্বাচনে দল আমাকে মনোনীত করেছে। আমি ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সচেষ্ট থাকবো, সব রকম নির্বাচনী আচরণবিধি মেনে চলবো।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫/আপডেট: ১৮৪৬
ওএইচ/বিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।