ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

কেন্দ্রে টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, নভেম্বর ১১, ২০২১
কেন্দ্রে টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন নির্বাচনে কেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান বিজয়কে (আনারস) নগদ টাকাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

আটকের সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোট চলাকালে ওই চেয়ারম্যান প্রার্থীকে নগদ টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেডএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।