ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বাবুল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, ডিসেম্বর ১০, ২০২০
মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বাবুল জয়ী বাবুল মোল্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে বাবুল মোল্যা (উট পাখি প্রতিক) নির্বাচিত হয়েছেন। উট পাখি প্রতীকে ১ হাজার ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।

 

বাবুল মোল্যা নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান মিন্টু পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪৭ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে রিটা‌র্নিং অফিসার মো. ফয়জুল মোল্লা এ বেসরকারিভাবে বাবুল মোল্যাকে বিজয়ী ঘোষণা করেন।  

এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

শীত আর কুয়াশা পড়ায় ভোট কেন্দ্রগুলো ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। মোট ২ হাজার ১৭৬ ভোটোরের মধ্যে ১ হাজার ৬৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নষ্ট হয়েছে ২০ ভোট।  

গত ২৯ জুলাই ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহম্মদ খোকা মোল্যার মৃত্যুতে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।