ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোট দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আনফ্রেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, আগস্ট ১৩, ২০২৫
ভোট দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আনফ্রেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আগ্রহের কথা জানায় সংস্থাটি।

এর আগে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আনফ্রেলের একটি প্রতিনিধিদল। তবে বৈঠকের পর কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে আনফ্রেলের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আন্তরিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ সময় প্রতিনিধিদল স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বাড়াতে আনফ্রেলের চলমান কর্মশালার অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে একটি আঞ্চলিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়। এ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচন কমিশনাররা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থাপনার সেরা অনুশীলন, অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত বিনিময় করবেন।  

আনফ্রেলের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, ক্যাম্পেইন অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়রাথনা, বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি প্রোগ্রামের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা এনায়েত এমি প্রমুখ।

ইইউডি/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।