ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

বিএনপিসহ ২৮ দল হিসাব দিল, সাড়া নেই ১১ দলের

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জুলাই ৩১, ২০২৫
বিএনপিসহ ২৮ দল হিসাব দিল, সাড়া নেই ১১ দলের

বিএনপিসহ ২৮ দল ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। সিপিবিসহ ১০ দল সময় চেয়েছে।

আর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা পার্টিসহ ১১ দল কোনো সাড়া দেয়নি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ আওয়ামী লীগসহ ইসিতে বর্তমানে নিবন্ধিত দল ৫১টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় সম্প্রতি ৫০টি দলকে এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৮টি দল ২০২৪ সালের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। ১০টি দল সময় চেয়েছে। আর ১১টি দল ইসির আহ্বানে কোনো সাড়া দেয়নি। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গত ২ ফেব্রুয়ারি নিবন্ধন পাওয়ায় তাদের আর অডিট রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নেই।

সময় চেয়েছে-বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

সাড়া দেয়নি-কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, তৃণমূলক বিএনপি, বাংলাদেশ জাসদ ও গণসংহতি আন্দোলন।

২০০৮ সালের নিবন্ধন আইন অনুযায়ী, কোনো দল পরপর তিনবার আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করার বিধান আছে আইনে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় এক যুগ পর আয়-ব্যয়ের হিসাব দিল দলটি। আর নিবন্ধন স্থগিত হওয়ায় প্রথমবারের মতো হিসাব দিতে হলো না আওয়ামী লীগকে।

ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।