ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

ইসির ৭১ কর্মকর্তার বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, জুলাই ২৮, ২০২৫
ইসির ৭১ কর্মকর্তার বদলি নির্বাচন ভবন

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় পরিসরে প্রশাসনিক রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭১ জন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৪ আগস্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন তারা।

বদলিকৃত কর্মকর্তাদের অধিকাংশই উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা।

এছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।