ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে তিন দিনের সফরে খুলনা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি জানিয়েছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।
সফরসূচি বলছে, সিইসি শুক্রবার (২৫ জুলাই) যশোরে বিমান যোগে যাবেন। সেখানকার সার্কট হাউজে রাত যাপন করে পরের দিন সড়ক পথে যাবেন খুলনায়। এদিন বেলা ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে সভা করবেন।
বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন তিনি। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বিজিবির সেক্টর কমান্ডার, আনসারের উপ-মহাপরিচালক, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, র্যাবের অধিনায়ক, সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সভার পর রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন। ২৭ জুলাই সড়ক পথে যশোর হয়ে ঢাকার ফিরবেন সিইসি।
ইইউডি/আরআইএস