ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

উলন রোডে একটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬৭০ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, জানুয়ারি ৭, ২০২৪
উলন রোডে একটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬৭০  প্রিসাইডিং অফিসার মাহমুদুল হাসান

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

 

এদিকে রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডে অবস্থিত মাদারল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ ৬৪ নম্বর ভোটকেন্দ্রটি ভোটারদের ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে রামপুরা উলন রোডে অবস্থিত মাদারল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের ৬৪ নম্বর ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটগ্রহণের জন্য প্রিসাইডিং অফিসার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে সব কাজ সম্পন্ন করা হয়েছে।

প্রিসাইডিং অফিসার মাহমুদুল হাসান জানান, মাদারল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের নাম্বার হচ্ছে ৬৪। এখানে ভোটার সংখ্যা হচ্ছে ১৬৭০।

ভোটাররা যেন সকাল ৮টা থেকে স্বাচ্ছ্যন্দে ভোট দিতে পারেন এর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারদের জন্য চারটি বুথ অলরেডি প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।