ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রুয়েট ছাত্রলীগে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, অক্টোবর ২৪, ২০২২
রুয়েট ছাত্রলীগে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের নতুন কমিটি করা হবে।  

নতুন কমিটিতে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

 

সোমবার (২৪ অক্টোবর) রুয়েট ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু এ তথ্য নিশ্চিত করেন।  

ইসফাক ইয়াসশির ইপু বাংলানিউজকে বলেন, রোববার (২৩ অক্টোবর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।  

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমার নির্দেশ দেওয়া হয়।  

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।  

দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয় এবং উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবীব আহসান।

জানা যায়, রুয়েট ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালের ৭ ডিসেম্বর। এরপর ১১ ডিসেম্বর নাঈম রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহাফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ২০১৭ সালের ৩০ জুলাই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। নিবিড় রুয়েটে চাকরি নিয়ে গত বছর সভাপতির পদ থেকে অব্যাহতি চান। পরে অব্যাহতি দিয়ে ইসফাক ইয়াসশির ইপুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটির মেয়াদ ২০১৮ সালে শেষ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।