ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে ঢাবির 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, জুন ৩, ২০২২
শাবিপ্রবিতে ঢাবির 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ক্যাম্পাসের ২টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

শুক্রবার (৩ জুন) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়,  চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এ বিষয়ে শাবিপ্রবি কেন্দ্রের 'গ' ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করবেন। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ সবাই সর্তক আছে।

এদিকে আগামী শনিবার (৪ জুন) খ- ইউনিটে ৯৩৮ জন, শুক্রবার (১০ জুন) ক- ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ঘ-ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ- ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।