ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৬, ফেব্রুয়ারি ২৮, ২০২২
বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

বরিশাল:  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে গণধর্ষণ এবং ধর্ষকের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল বের হয়েছে।

রোববার ( ২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার আয়োজনে এই মশাল মিছিল বের হয়।

মিছিলের ব্যনারে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের স্লোগান নিয়ে মিছিল করেন।

এছাড়াও তারা  জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েও স্লোগান দেন।

নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সমানে থেকে মিছিলটি শুরু হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষতিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ এবং সাধারণ সম্পাদক আলিসা মুনতাজ।

বক্তারা বলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশের ধারণার সঙ্গে সাংঘর্ষিক  এবং ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সরকারের নগ্ন চরিত্রকে জনসমক্ষে এনে দিয়েছে। এই হামলা প্রমাণ করে ফ্যাসিস্ট এই সরকার সত্যিকার অর্থেই ধর্ষকের পাহারাদার।

সবশেষে, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবী জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।