ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

আইইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, ফেব্রুয়ারি ২২, ২০২২
আইইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে খালি পায়ে ব্যানার সম্বলিত র‍্যালি শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।  

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। এ সময় তিনি বলেন, সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও উন্নতি- যা কিছু মানুষের অর্জন তার প্রধান বাহন হলো মাতৃভাষা। উন্নয়নের জন্য ভাষার গুরুত্ব অপরিহার্য এবং এর একটি প্রধান শর্ত হলো জ্ঞান-বিজ্ঞান ও কৃৎকৌশল। আর এ জ্ঞান-বিজ্ঞান অর্জনের জন্য মাতৃভাষার কোনো বিকল্প নেই।  

আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের গান, নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।