ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

বঙ্গবন্ধুকে যে অত্যাচার সইতে হয়েছে, তা ইতিহাসে বিরল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, নভেম্বর ১, ২০২১
বঙ্গবন্ধুকে যে অত্যাচার সইতে হয়েছে, তা ইতিহাসে বিরল পুরোনো ছবি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভূ-রাজনৈতিক চিন্তা’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন।

এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রের জন্ম দিতে গিয়ে বঙ্গবন্ধুকে যেসব অত্যাচার সহ্য করতে হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশ জাতি-রাষ্ট্রের সৃষ্টির জন্য সমগ্র বাঙালি ভাষা ভাষী গোষ্ঠীকে একটি একক আদর্শে আনতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তিনি বাঙালি জাতিকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। উদ্দেশ্য ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। আর সেই সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার দেখানো পথ ধরেই দেশকে আজ একটি মর্যাদাশীল জাতি রাষ্ট্রে পরিণত করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাসুম সিকদারের সভাপতিত্বে ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মহাসচিব ড. সাব্বির আহমেদ।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, দপ্তর প্রধানগণ ও বিভাগের শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরা আক্তার।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।