ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, ফেব্রুয়ারি ২৫, ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জাবিতে মানববন্ধন মানববন্ধন/ ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১ মার্চের মধ্যে খুলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা।

মানববন্ধন থেকে করোনার টিকা দেওয়ার পর ১ মার্চের মধ্যে 
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়।

রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইনের সঞ্চালনায় দর্শনের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিহাজুল ইসলাম রিহান বলেন, এভাবে আর কতদিন বসে থাকবো। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি আরও দ্রুত সম্পন্ন করা হোক।

বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা ২৬ মাস ধরে একই বর্ষে রয়েছি। এটি অত্যন্ত লজ্জা এবং বেদনার। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, প্রত্যন্ত অঞ্চলে থাকায় অনেকেই অনলাইন ক্লাসে অংশ নিতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় সেশনজট ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে করোনা বাধা হলে আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

মানববন্ধনে সমাপনী বক্তব্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাস শুরু করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় খুললে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। মে মাসে বিশ্ববিদ্যালয় খুললে পরে আরও বিভিন্ন ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। যার ফলে জট লেগেই থাকবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে টিকা দিয়ে দ্রুত খুলে দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।