ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

মুক্তি পেলেন রাবির শিক্ষক কাজী জাহিদ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, আগস্ট ২৮, ২০২০
মুক্তি পেলেন রাবির শিক্ষক কাজী জাহিদ

রাবি: মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান মুক্তি পেয়েছেন।  

গ্রেফতার হওয়ার ৭১ দিন পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জামিনে তিনি রাজশাহী কারাগার থেকে মুক্তি পান।

 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কাজী জাহিদ নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছি। আদালত নিঃশর্ত মুক্তি দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের বাসায় আছি, ভালো ও সুস্থ আছি।

এর আগে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তার আমলে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম হয়েছে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন কাজী জাহিদুর রহমান। এ ঘটনায় গত ১৭ জুন মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী নগরের বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। ওই দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।