ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষার্থীদের সমৃদ্ধ দেশ গঠনের আহ্বান কৃষিমন্ত্রীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, অক্টোবর ৩১, ২০১৯
শিক্ষার্থীদের সমৃদ্ধ দেশ গঠনের আহ্বান কৃষিমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়: সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ পেশায় দেশপ্রেম নিয়ে কাজ করার জন্য প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠান আয়োজন করে।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকেই মানুষের পাশে দাঁড়ান না। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও উপ-কমিটি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে এরকম একটি পরিবারকে ধ্বংস করার চেষ্টা হয়নি। জাতির জনকের পরিবারকে নির্মূল করার চেষ্টা এখনো অব্যাহত আছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সমৃদ্ধ দেশ গঠনে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তোমরা ভবিষ্যতে নানা পেশায় যাবে। সেখানে দেশপ্রেম নিয়ে কাজ করবে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে মানবতা।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাবি’র উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের নির্বাহী সদস্য মির্জা আজম, ঢাবি’র আইইআরের পরিচালক সৈয়দা তাহমিনা আখতার ও কলেজের অধ্যক্ষ সেলিনা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-কমিটির সদস্যসচিব সুজিত রায় নন্দী।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসকেবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।