ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

‘ষড়যন্ত্র হঠাও, ক্রিকেট বাঁচাও’ স্লোগানে কুবিতে মানববন্ধন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, অক্টোবর ৩০, ২০১৯
‘ষড়যন্ত্র হঠাও, ক্রিকেট বাঁচাও’ স্লোগানে কুবিতে মানববন্ধন

কুবি: জুয়াড়ির প্রস্তাবের কথা গোপন করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে দু’বছরের জন্য সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন।

প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা- ‘ষড়যন্ত্র নিপাত যাক, সাকিব আল হাসান মুক্তি পাক’; ‘ষড়যন্ত্র হঠাও, ক্রিকেট বাঁচাও’ সহ বিভিন্ন প্রতিবাদী ভাষা ব্যবহার করে প্রতিবাদ জানায়।  

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা আইসিসির প্রতি আহ্বান জানান- সাকিবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি তারা বিসিবির প্রতিও নিষেধাজ্ঞাটি ঘিরে কোনো ধরনের খারাপ রাজনীতি না করে বরং বাংলাদেশের ক্রিকেটকে রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।