ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

মুসলিম মডার্ন একাডেমির পুনর্মিলনী ২৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, অক্টোবর ২৭, ২০১৯
মুসলিম মডার্ন একাডেমির পুনর্মিলনী ২৮ ডিসেম্বর

ঢাকা: ঢাকা সেনানিবাসে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম মডার্ন একাডেমির শিক্ষার্থীদের উদ্যোগে হতে যাচ্ছে পুনর্মিলনী। 

আগামী ২৮ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের এই আয়োজন।

বিদ্যালয়টির এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এর নিবন্ধন।

আয়োজক কমিটির সদস্য সদস্য সচিব সোলাইমান আনোয়ার জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী বা শিক্ষকরাই এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একইসঙ্গে সাবেক শিক্ষার্থী বা শিক্ষকদের পরিবারের সদস্যরাও অংশ নিতে পারবেন। জনপ্রতি নিবন্ধন ফি এক হাজার টাকা।

আগ্রহীদের ০১৬১২২২৮৭২০ ও ০১৬১২২২৮৭৩০ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করার অনুরোধ করেছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।