ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সিলেট চেম্বারের বাস সার্ভিস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৯, অক্টোবর ২৫, ২০১৯
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সিলেট চেম্বারের বাস সার্ভিস

শাবিপ্রবি (সিলেট): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় সারাদেশ থেকে আসা পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বাস সার্ভিস ব্যবস্থা চালু করবে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার (২৬ অক্টোবর) পরীক্ষার্থীদের ২০টি বাস রাখা হয়েছে।

এদিন সকাল ৭টায় ১০টি বাস কদমতলি টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে থাকবে। এছাড়া রিকাবীবাজার পয়েন্টে পাঁচটি, আম্বরখানা পয়েন্টে একটি, জেলরোডে একটি, সোবহানীঘাট পয়েন্টে একটি, শহীদ মিনার পয়েন্টে একটি এবং জিন্দাবাজার পানসী রেস্টুরেন্টের সামনে থেকে একটি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে।

তিনি বলেন, আমরা আরও বাস সার্ভিসের ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু ট্রাফিক সামলাতে পুলিশের অনুরোধে আমরা ২০টি বাস দিয়েছি।

এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্টে পরীক্ষার্থীদের নির্দেশনামূলক ব্যানার ও সিলেট চেম্বারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।