ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে সান্ধ্য আইন, শিক্ষার্থীদের প্রতিবাদ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, সেপ্টেম্বর ২৫, ২০১৯
শাবিপ্রবিতে সান্ধ্য আইন, শিক্ষার্থীদের প্রতিবাদ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলাফেরায় ধরাবাধা নিয়ম জারি করেছে প্রশাসন। যা সান্ধ্য আইন বলে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা।

সম্প্রতি ছাত্রীদের রাত ৮টায় হলে প্রবেশ ও সকাল ৬টার আগে হল থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল কর্তৃপক্ষ।  

তাছাড়া রাত ১১টার পর ক্যাম্পাসের আশপাশের খাবারের দোকান ও রেস্টুরেন্টগুলো বন্ধ রাখার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর আলমগীর কবীর বাংলানিউজকে বলেন, ইদানিং মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে। তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। তাদের নিরাপত্তার জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, প্রয়োজনে কোনো শিক্ষার্থী অনুমতি সাপেক্ষ নির্দিষ্ট সময় বাইরে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।