ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবির শিক্ষার্থী রাজু নিখোঁজ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২২, সেপ্টেম্বর ২৩, ২০১৯
রাবির শিক্ষার্থী রাজু নিখোঁজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মনজুর এলাহী রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২৪তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩১৫ নম্বর রুমে থাকতেন রাজু। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

রাজুর রুমমেট ও সহপাঠীরা বলছেন, শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এদিন দুপুরে রুমে মোবাইল ফোন রেখে বের হন।

রুমমেটদের ধারণা ছিল, বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছেন রাজু। এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। পরবর্তীতে সম্ভাব্য কিছু জায়গাতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বাড়িতেও যাননি তিনি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আব্দুল্লাহ-আল মামুন বলেন, বিষয়টি রুমমেটের কাছ থেকে জেনেছি। নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।