ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

বার কাউন্সিল: এমসিকিউ পরীক্ষার ফরম পূরণে সময় বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, সেপ্টেম্বর ২২, ২০১৯
বার কাউন্সিল: এমসিকিউ পরীক্ষার ফরম পূরণে সময় বাড়ল বার কাউন্সিল

ঢাকা: আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার ফরম পূরণের সময় ০৩ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বার কাউন্সিল সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) রফিকুল ইসলাম একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট (অন্তর্ভুক্তি) এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম আগামী ০৩ অক্টোবর পর্যন্ত চলবে।

এর আগে গত ২৮ আগস্ট দেওয়া অপর বিজ্ঞপ্তিতে বার কাউন্সিল থেকে জানানো হয়েছিল, বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মেয়াদ শেষ হওয়ার একদিন আগে নতুন বিজ্ঞপ্তিতে ফরম পূরণের মেয়াদ বাড়াল বার কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।