ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির ‘ইউনিট-২’ এর দ্বিতীয় শিফটে ভর্তি পরীক্ষা শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, সেপ্টেম্বর ২০, ২০১৯
জবির ‘ইউনিট-২’ এর দ্বিতীয় শিফটে ভর্তি পরীক্ষা শুরু জবির ‘ইউনিট-২’ এর দ্বিতীয় শিফটে ভর্তি পরীক্ষা শুরু। ছবি:বাংলানিউজ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-২’ (মানবিক শাখা)-এর দ্বিতীয় শিফটে বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ দ্বিতীয় শিফটের এ ভর্তি পরীক্ষা।  

এবার মানবিক শাখার (ইউনিট-২) ভর্তি পরীক্ষা শুক্রবার দু’টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে প্রথম শিফটে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন। অপর শিফট বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার ইউনিট-২ এর ৮৫০টি আসনের বিপরীতে সর্বমোট ২২ হাজার ৯৫০জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।   প্রতি আসনের বিপরীতে ২৭ জন শিক্ষার্থী লড়ছেন। যদিও প্রাথমিক আবেদনের পর শর্ট লিস্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের স্ব-স্ব আসন গ্রহণ করার পরও ঢুকতে দেখা গেছে। তবে কিছুটা জিজ্ঞাসাবাদ ও অতিরিক্ত চেকিং এর মুখে পড়তে দেখা গেছে তাদের। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিতে দেওয়া হয়নি।  

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (jnu.ac.bd)-এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়:  ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
কেডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।