ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বহিষ্কৃত হলেন আইএইচটির ৬ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বহিষ্কৃত হলেন আইএইচটির ৬ পরীক্ষার্থী

বরিশাল: পরীক্ষায় অসদুপায় অবলম্বন বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা চলাকালে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন- আইএইচটির রেডিওলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈম, প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফেরদাউস রহমান, প্রদীপ মল্লিক ও ফিজিওথেরাপি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন চাকমা।

 

এছাড়া একই প্রতিষ্ঠানের এসআইটি অনুষদের তৃতীয় বর্ষের আল মামুন ও আল আমিন বিশ্বাসকেও বহিষ্কার করা হয়েছে।
 
আইএইচটির অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।