ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

বেরোবিতে চালু হলো দেশের প্রথম ‘ক্যাম্পাস রেডিও’

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, আগস্ট ২১, ২০১৯
বেরোবিতে চালু হলো দেশের প্রথম ‘ক্যাম্পাস রেডিও’

বেরোবি (রংপুর): বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচারের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ রেডিও সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ই প্রথম ক্যাম্পাসভিত্তিক রেডিও চালু করলো।

শোককে শক্তিতে রূপান্তরিত করার অভিপ্রায়েই এ মাসে শুরু করা হলো রেডিও স্টেশনের পরীক্ষামূলক সম্প্রচার। শোকাবহ আগস্টে ঐতিহাসিক ৭ই মার্চেরসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ভাষণ এ রেডিও থেকে সম্প্রচার করা হবে বলে জানান তিনি।

কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মো. রশীদুল ইসলাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট মো. শামীম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহা. মাহামুদুল হক, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস রেডিও শুনতে চাইলে লগইন করতে হবে www.brucr.net -এই ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।