ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

রাজউক উত্তরা মডেলে পাসের হার ৯৯.৬৫ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, মে ৬, ২০১৯
রাজউক উত্তরা মডেলে পাসের হার ৯৯.৬৫ শতাংশ শিক্ষার্থীদের উল্লাস

ঢাকা: রাজধানীর উত্তরার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজে এ বছর এসএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৯৭ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর  ৮১ দশমিক ২৪ শতাংশ।

শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবার ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসির প্রকাশিত ফলাফলে তিনজন অকৃতকার্য হয়েছে।

সোমবার (০৬ মে) দেশব্যাপী একযোগে প্রকাশিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবার বিজ্ঞান বিভাগে ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৫৯ জন। এ বিভাগে জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ৯৫ শতাংশ।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮ জন। এ বিভাগে জিপিএ ৫ এর হার ২৫ দশমিক ৫০ শতাংশ

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, গত বছর ছিল ১০৯টি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।