ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ইউনুস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, মে ২১, ২০১৮
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ইউনুস

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস।

সোমবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ দুই শাখার সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রফেসর মোহাম্মদ ইউনুস ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন।

১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন। এরপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষর দায়িত্ব পালন করেন তিনি। পরে দুই বছর তিন মাস তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।  

বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলানিউজকে বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা সঠিকভাবে পালন করবো।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।