ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

শিক্ষা

অনার্স শেষ বর্ষের পরীক্ষা শুরু সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, মার্চ ৪, ২০১৮
অনার্স শেষ বর্ষের পরীক্ষা শুরু সোমবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে সোমবার (০৫ মার্চ)।

রোববার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়, রুটিন অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে পরীক্ষা।

সারাদেশের ৫৪৯ টি কলেজের ১৭৬ টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৩ হাজার ১০৬ জন পরীক্ষার্থী ৩০ টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।