ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবি সোসিওলজি এলামনাই’র প্রাণের মেলা শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, মার্চ ২, ২০১৮
ঢাবি সোসিওলজি এলামনাই’র প্রাণের মেলা শনিবার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি এলামনাই অ্যাসোসিয়েশনের প্রাণের মেলা শনিবার (০৩ মার্চ)।

শুক্রবার (০২ মার্চ) সোসিওলজি এলামনাই অ্যাসোসিয়েশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ মেলা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ।

অনুষ্ঠান উদ্বোধন করবেন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

দু’টি পর্বে অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব সকাল সাড়ে ৯টায় থাকছে সর্তীর্থ নিবন্ধন ও শুভেচ্ছা বিনিয়ম। সকাল ১০টায় উন্মুক্ত চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন। সোয়া ১০টা অনুষ্ঠানস্থলে সবার আসন গ্রহণ।

দ্বিতীয় পর্ব বিকেল ৪টায় বাউলগান পরিবেশন ও সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় র‌্যাফেল ড্র।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।