ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

কুবির নতুন রেজিস্ট্রার ড. আবু তাহের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কুবির নতুন রেজিস্ট্রার ড. আবু তাহের

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তাহেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপ-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, অত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কার্যালয়ে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পদসহ বদলি করা হয়েছে।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মো. আবু তাহের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পরপর দু’বারের নির্বাচিত সভাপতি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।