ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রাক্তন শিক্ষার্থীর হাতে ঢাবির চারুকলার শিক্ষক লাঞ্ছিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, অক্টোবর ২৫, ২০১৭
প্রাক্তন শিক্ষার্থীর হাতে ঢাবির চারুকলার শিক্ষক লাঞ্ছিত শিল্পকলার ইতিহাস বিভাগের ২০২ নম্বর কক্ষ- ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার এক শিক্ষককে লাঞ্ছিত করেছে নিজ বিভাগের দুই প্রাক্তন শিক্ষার্থী।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের ২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী শিক্ষক হলেন শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মনির উদ্দীন।

লাঞ্ছনাকারী দুই শিক্ষার্থী হলেন বিভাগের এম এফ এ দ্বিতীয় পর্ব ২০১৪ শিক্ষাবর্ষের পিটব বিশ্বাস ও রাকীবুল হাসান ফরাজী।

এ বিষয়ে শিক্ষক শেখ মুনির উদ্দীন বাংলানিউজকে বলেন, ‘আমি ক্লাস শেষে পিয়নসহ রুমে প্রবেশ করি। এ সময় দুই শিক্ষার্থী আমার রুমে আসে। তারা পিয়নকে হাতের ইশারায় সরে যেতে বলে। এরপর তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেলে দেয়। পরে দৌড়ে আমি নিচে নেমে পড়ি। এ সময় অন্য শিক্ষার্থীরা আসলে তারা চলে যায়’।

জানতে চাইলে রাকীবুল হাসান ফরাজী বাংলানিউজকে বলেন, ‘তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে গেলে, কথা কাটাকাটি হয়। এর আগে তিনি আমাদের রেজাল্ট খারাপ করে দিয়েছিলেন’।

পিটব বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘আমরা তাকে ধাক্কা দিইনি। তিনি আমাদের মাস্টার্স পরীক্ষার রেজাল্ট খারাপ করে দিয়েছেন’।

রেজাল্ট খারাপ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষক শেখ মুনির উদ্দীন বলেন, তাদের যদি আমার বিষয়ে কোনো অভিযোগ থাকে তা বিভাগে দিবে। আমাকে কেনো শারীরিকভাবে লাঞ্ছিত করবে?

ওই বিভাগের চেয়ারপারসন সাবরিনা শাহনাজ এ বিষয়ে কোনো মন্তব্য না করে সরাসরি তার সঙ্গে দেখা করতে বলেন।

অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বাংলানিউজকে বলেন, আমি ঘটনা শুনেছি। যদিও তা প্রক্টরিয়াল টিমের কাজ। আমরা অনুষদ থেকে যা করণীয় অবশ্যই করবো।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।