ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

হাবিপ্রবিতে প্রতি আসনে ৫১ পরীক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, অক্টোবর ১৬, ২০১৭
হাবিপ্রবিতে প্রতি আসনে ৫১ পরীক্ষার্থী

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া রোববার (১৫ অক্টোবর) সম্পন্ন হয়েছে।

স্নাতক পর্যায়ে সাতটি ইউনিটে ১৯৯৫টি আসনের বিপরীতে ১ লাখ ১ হাজার ৬২৩টি আবেদনপত্র জমা পড়েছে। এবারে প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

‘এ’ ইউনিটে ২১ হাজার ৮০৭ জন, ‘বি’ ইউনিটে ১৯ হাজার ১৯৪ জন, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৬৪৯ জন, ‘ডি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৮ জন, ‘ই’ ইউনিটে ১ হাজার ৬৫৭ জন, ‘এফ’ ইউনিটে ১০ হাজার ৮১৪ জন, ‘জি’ ইউনিটে ১৮ হাজার ৬৪ জন আবেদন করেছে।

চলতি বছরের ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর হাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুকরা আবেদন করেছেন কিন্তু আবেদন ফি এখনও জমা দিতে পারেনি তারা ১৮ অক্টোবরের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের  মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের তথ্যাদি (www.hstu.ac.bd/admission) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।