ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

রাজউক উত্তরা মডেলে নতুন অধ্যক্ষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, অক্টোবর ১৫, ২০১৭
রাজউক উত্তরা মডেলে নতুন অধ্যক্ষ

ঢাকা: রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমকে অধ্যক্ষ নিয়োগের জন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বর্তমান অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এমএম সালেহীনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

একই আদেশে বিইউপির ফ্যাকাল্টি অব টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্ট্যাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিকীকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।