ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবির ‘সি’ ও ‘ সি১’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৪, অক্টোবর ১১, ২০১৭
জাবির ‘সি’ ও ‘ সি১’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী জামায়াতের ডাকা বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, হরতালের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হবে না।

পূর্ব নিধারিত সব বিষয় ঠিক রেখেই ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহনও সময় অনুযায়ী চলবে।

বৃহস্পতিবার ‘সি’ ও ‘ সি১’ ইউনিটের পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।