ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, অক্টোবর ৫, ২০১৭
হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যেগে তুলার জলবায়ু ও জেনোটাইপের আন্তক্রিয়া বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে আইআরটি’র সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

তুলার জলবায়ু ও জেনোটাইপের আন্তক্রিয়া বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি ফেলো এমএম আবেদ আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।  

জেনেটিক্স অ্যান্ড পান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমান, পিএইচডি গবেষণার কো-সুপারভাইজার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সদস্য প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নরেশ চন্দ্র বর্মন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, প্রত্যেকটি গবেষণায়ই যথেষ্ট পরিমাণ শ্রম ও অর্থ ব্যয় হয়। তাই প্রত্যেক গবেষকেরই উচিত যুগোপযুগী, প্রায়োগিক ও জনকল্যাণমূলক গবেষণা করা।  

পিএইচডি সেমিনার উপস্থিত ছিলেন- শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।