ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

জব্বারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, আগস্ট ৩১, ২০১৭
জব্বারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য বলেন, কিংবদন্তি কণ্ঠশিল্পীর মৃত্যুতে শিল্পাঙ্গনে এক অভাবনীয় শূণ্যতার সৃষ্টি হলো।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার গাওয়া গান ছিলো মুক্তিযোদ্ধাদের অসীমপ্রেরণা।

স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী কোটি মানুষের প্রাণে অমর হয়ে থাকবেন।

শোকবার্তায় উপাচার্য তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।