ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

পাবলিক-পার্লামেন্ট বিতর্কে জয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, মার্চ ১৪, ২০১৭
পাবলিক-পার্লামেন্ট বিতর্কে জয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবলিক-পার্লামেন্ট বিতর্কে জয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পরিবেশ সুরক্ষা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পাবলিক-পার্লামেন্ট বিতর্কে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

মঙ্গলবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিযোগিতায় সরকারি দল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিজয়ী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন-মুশফিক উস সালেহীন, মো. শাহিনুর রহমান ও দিলশান হোসেন দিনা।

প্রতিযোগিতা শেষে বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।