ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

৭ মার্চে জাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, মার্চ ৭, ২০১৭
৭ মার্চে জাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (০৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তারা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বক্তব্য রাখেন।

তিনি ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাণীকে ধারণ করে দেশ ও জাতির কাজে নিজেকে নিয়োজিত করার জন্য ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান।

এ সময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।