ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবিতে প্রতীকী ভোটের ৯০ ভাগ রামপালের বিরুদ্ধে

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৭, নভেম্বর ১৭, ২০১৬
ঢাবিতে প্রতীকী ভোটের ৯০ ভাগ রামপালের বিরুদ্ধে

সুন্দরবনের রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত প্রতীকী গণভোটের ফল ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুন্দরবনের রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত প্রতীকী গণভোটের ফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফল ঘোষণা করেন তেল গ্যাস খনিজ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ।

গণভোটের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, গণভোটে অংশগ্রহণ করেন ১০ হাজার ১শ’ ১১ জন। এতে পক্ষে ভোট দেয় ৮শ’ ৬০ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৯ হাজার ১শ’ ৪৮ জন। বাতিল হয়েছে ১০৩টি ভোট। শতকরা হিসেবে পক্ষে ৮ দশমিক ৫১ শতাংশ। বিপক্ষে ৯০ দশমিক ৪৮ শতাংশ।

আনু মুহাম্মদ বলেন, যদি স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া হয় তাহলে শতকরা ৯৯ শতাংশ মানুষ এর বিপক্ষে ভোট দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা, ঢাবি সভাপতি ইভা মজুমদার, সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৭,২০১৬
এসকেবি/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।