ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণের দাবিতে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, নভেম্বর ১৩, ২০১৬
ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণের দাবিতে মিছিল

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন আন্দোলনকারীরা। এ সময় তারা উপজেলা সাব-রেজিস্ট্রি ও শিক্ষা অফিসের জানালার গ্লাস ভাঙচুর করেন।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন আন্দোলনকারীরা। এ সময় তারা উপজেলা সাব-রেজিস্ট্রি ও শিক্ষা অফিসের জানালার গ্লাস ভাঙচুর করেন।

 

রোববার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। পরে দুপুরে ওই দুটি অফিসে ভাঙচুর চালানো হয়।

আন্দোলনকারীরা কলেজের সামনে অবস্থান করে দূরপাল্লার বাসের চাকা ঘুরবে না বলেও স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমএএএম/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।