ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবি ব্যবসায় প্রশাসনে ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, নভেম্বর ১০, ২০১৬
ঢাবি ব্যবসায় প্রশাসনে ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা শুক্রবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা শুক্রবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইবিএ ভবনসহ ক্যাম্পাসের মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১২০টি আসনের জন্য প্রায় ৬৮৬০ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬

এসকেবি/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।