ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জেএসসি 

সিলেট বোর্ডে ৪র্থ দিনে অনুপস্থিত আড়াই হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, নভেম্বর ৭, ২০১৬
সিলেট বোর্ডে ৪র্থ দিনে অনুপস্থিত আড়াই হাজার

সিলেট: জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে চতুর্থ দিনের ধর্ম শিক্ষা পরীক্ষায় অনুপস্থিত ছিল দুই হাজার ৫২০ জন পরীক্ষার্থী।

সোমবার (০৭ নভেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম এ তথ্য জানান।

 

বাংলানিউজকে তিনি বলেন, এ বছর মোট এক লাখ ৩২ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ধর্ম শিক্ষায় পরীক্ষার্থী ছিল এক লাখ ২৭ হাজার ৮৫২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৫ হাজার ৩৩২ জন শিক্ষার্থী।  

এ বোর্ডের ১২৪ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান সামসুল ইসলাম।

বোর্ডের তথ্যমতে, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে আগের বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তিন হাজার ৭৪৪ জন।  কেন্দ্র বেড়েছে পাঁচটি এবং স্কুল বেড়েছে ১৩৫টি।  

এ বছর এক হাজার চারটি বিদ্যালয়ের অংশগ্রহণকারী এক লাখ ৩২ হাজার ৯৯৬ পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত এক লাখ ২৬ হাজার ৬৯৭ ও অনিয়মিত ছয় হাজার ২৭২ জন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬ 
এনইউ/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।