ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

জেএসসি

চতুর্থ দিনে সিলেটে বোর্ডে অনুপস্থিত আড়াই হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, নভেম্বর ৬, ২০১৬
চতুর্থ দিনে সিলেটে বোর্ডে অনুপস্থিত আড়াই হাজার

সিলেট: জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে চতুর্থদিনের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন দুই হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী।

রোববার (০৬ নভেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বাংলানিউজকে তিনি বলেন, বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার্থী ছিলেন এক লাখ ২৯ হাজার ২৪৪ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৬ হাজার ৬০০ জন।

এ বোর্ডে ১২৪ কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সামসুল ইসলাম।

এর আগে ইংরেজি প্রথম পত্রে এক লাখ ২৯ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন এক লাখ ২৬ হাজার ৬৩৬ জন।

ওই পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিলো ৬০৮ জন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনইউ/‌এসআরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।