ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবির ‘স্পেশাল নিডস এডুকেশন সেন্টার’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, নভেম্বর ৫, ২০১৬
জাবির ‘স্পেশাল নিডস এডুকেশন সেন্টার’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠিত ‘স্পেশাল নিডস এডুকেশন সেন্টারের (এসএনইসি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার (০৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট হলে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক বলেন, ইতোমধ্যে সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সাড়ে এক চল্লিশ কোটি টাকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এ সময় তিনি এসএনইসি’র ভৌত অবকাঠামোগত উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

এসএনইসির পরিচালক অধ্যাপক মুহম্মদ হানিফ আলীর পরিচালনায় অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিস্টিক শিশুদের জন্য এ ধরনের স্কুল রয়েছে।

২০০৯ সালের ২৮ অক্টোবর ‘স্পেশাল নিডস এডুকেশন সেন্টারে যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।