ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা বুধবার, প্রতি আসনে ৯ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, অক্টোবর ২৫, ২০১৬
রুয়েটের ভর্তি পরীক্ষা বুধবার, প্রতি আসনে ৯ শিক্ষার্থী

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার (২৬ অক্টোবর)।

এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপের এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘খ’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৬ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এদিকে, চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১৪টি বিভাগে ৮শ’ ৭৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়বেন ৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক জিএম মর্ত্তুজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষার কক্ষে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা। ক্যাম্পাসে মিছিল, মিটিং, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আসন বিন্যাসসহ প্রার্থীদের প্রয়োজনীয় সব নির্দেশনা রুয়েটের ওয়েবসাইট  www.ruet.ac.bd ও প্রশাসনিক ভবনের ফটকে টানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।