ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

এভাবে হারতে চান না জাবি ছাত্র অর্ক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, অক্টোবর ১২, ২০১৬
এভাবে হারতে চান না জাবি ছাত্র অর্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৪তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) ছাত্র সেন্টু রঞ্জন দাস অর্ক।

ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে তোলাই ছিলো এখন তার কাজ।

কিন্তু এখন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অর্ক।

অর্কের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। কিন্তু জীবনের নানা-ঘাত প্রতিঘাতে অর্ক এভাবে হেরে যেতে, হারিয়ে যেতে চায় না। কিন্তু অর্কের বাঁচার জন্য চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা।

পিতৃহারা অর্কের পরিবারের পক্ষে এ বিশাল অংকের টাকা যোগাড় করা অসম্ভব। বর্তমানে অর্ক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অর্কের বন্ধু হৃদয় কুমার দে বলেন, ‘অর্কের চাওয়াটা কি খুব বেশি কিছু? সে চায় মায়ের স্বপ্ন পূরণ করে বেঁচে থাকতে চায়। পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরা স্বপ্ন দেখে। আমরা কি পারি না এই সামান্য চাওয়াকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করতে। ’

অর্কের বন্ধুর আকুল আবেদন, ‘সবার কাছে প্রত্যাশা, একটি স্বপ্নের অপমৃত্যু ঠেকাতে আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন। ’

অর্কের জন্য আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নম্বর: ০১৯২১৭২৯৩৯৯ (ব্যক্তিগত), ০১৭২২৮৯৯৭১৫ (ব্যক্তিগত) এবং ০১৯২৮৪০১২৬০ (ব্যক্তিগত)। এছাড়‍া ডাচ বাংলা মোবাইল অ্যাকাউন্ট নম্বর- ০১৭৭৫১৩১১৩১১।

অর্কের ব্যাংক অ্যাকাউন্ট- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ১৮৬.১০৫.৯২৩৬।

অর্ককে সহায়তা করতে যেকোনো যোগাযোগের জন্য  তানজিল (৪১তম ব্যাচ -ফার্মেসি) ০১৭২২৮৯৯৭১৫, এবং আব্দুল জলিল (৪২তম ব্যাচ -ফার্মেসি) ০১৯২৯৬৭৬৯৮৯ যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।